ক্রীড়া ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। রোববার হারারেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। ১৫ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী মঙ্গলবার মাঠে নামবে দুদল।
এর আগে, ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ এরভিন। টস হারা বাংলাদেশ দলের অধিনাক নুরুল হাসান সোহান ইনিসের প্রথম ওভার করার দায়িত্ব তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। এই টাইগার স্পিনারের ঘূর্ণিতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে দল। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই কট বিহাইন্ড হন ওপেনার রেগিস চাকাভা। ওভারের শেষ বলে ব্যক্তিগত ৪ রানে শেখ মেহেদি হাসানের হাতে ক্যাচ তুলে দেন ওয়েসলি ম্যাধভেরে। এরপর ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস ও মিল্টন সুম্বা আউট হলে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
তবে ষষ্ঠ উইকেটে রায়ার্ন বার্লকে সঙ্গে নিয়ে মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া জিম্বাবুয়ে দলের হাল ধরের সিকান্দার রাজা। এ সময় দুজন মিলে গড়েন ৮০ রানের জুটি। তাতেই একশর গণ্ডি পেরিয়ে যায় জিম্বাবুয়ে। ৩১ বলে ৩২ রান করে হাসান মাহমুদের বলে আউট হন বার্ল।
এদিকে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও অর্ধশতকের দেখা পান সিকান্দার রাজা। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৬২ রানে। ৫৩ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও দুটি ছয়ে সাজানো। ৬ রান করেন ওয়েলিংটন মাসাকাদজা। আর ১০ রানে লুক জংইউ ও শূন্যরানে রিচার্ড এনগারাভা অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।