ক্রীড়া ডেস্ক:
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামলেও সেই স্বপ্ন পূরণের অপেক্ষা বাড়লো বাংলাদেশের জন্য। দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
বাংলাদেশের দেয়া ১৯৫ রানের টার্গেট তাড়া করে বিশাল জয় পেয়েছে স্বাগতিক দল। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বেশ মারকুটে মেজাজেই খেলে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি নিয়ে জোহানেসবার্গে মাঠে নামে বাংলাদেশ দল। টস ভাগ্য সাথে থাকলেও দিনের প্রথমভাগটা বাংলাদেশের জন্য ছিলো দুঃস্বপ্নের মতো। অধিনায়ক তামিম, নির্ভরযোগ্য সাকিব, লিটন, ইয়াছির ও মুশফিক আউট হন দলের রান ৩৪ হতেই। প্রথম ম্যাচ জেতা বাংলাদেশকে এদিন শুরু থেকেই ছন্দহীন মনে হয়েছে ব্যাটিংয়ের সময়ে। প্রোটিয়া পেসারদের বিপক্ষে স্বচ্ছন্দে খেলতে পারেননি টপ অর্ডারের কেউই।
তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে মাহমুদউল্লাহ রানের খাতাটা বড় করতে পারেননি। মেহেদী মিরাজের সাথে জুটি গড়েন আফিফ। ৮৪ রানের জুটি গড়েন দু’জন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পাওয়া আফিফ আউট হন ৭২ রানে। আর মিরাজ আউট হন ৩৮ রান করে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ দল।