নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় ধাপে দেশের ৮শ ৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

৮শ ৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল হলেও বিভিন্ন কারণে ১৩টি ইউনিয়ন পরিষদে আজ ভোট হচ্ছে না। ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে। বাকিগুলোর ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৩শ ১০ জন। সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭শ ৪৭ জন আর সংরক্ষিত সদস্য পদে ৯ হাজারের বেশি। এরই মধ্যে ৮১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন এবং তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ২শ ৩ জন আর সংরক্ষিত সদস্য ৭৬ জন। এই ধাপে নির্বাচন পূর্ব সহিংসতা বেশি হওয়ায় ১০ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং সেল। এছাড়া দায়িত্ব পালন করছেন ৩শ ৩১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে