ক্রীড়া ডেস্ক:
ডারবানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৬৯ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান করেছে মুমিনুল হকের দল।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। তবে টাইগার বোলারদের দাপটে ৩৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও দাপট দেখাচ্ছিল বাংলাদেশ। ডারবান টেস্টের প্রথম দিন স্বাগতিকদের বিপক্ষে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ায় অধিনায়ক মুমিনুল হকের দল। ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে খালেদ আহমেদের জোড়া শিকারে দারুণভাবে ম্যাচে ফিরে বাংলাদেশ। ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সেঞ্চুরির পথ থেকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।এরপর মহারাজকে বিদায় করে এবাদতের চিরচেনা স্যালুট! টাইগার বোলারদের দাপটে ইনিংস বড় করতে পারেনি প্রোটিয়া কোনো ব্যাটসম্যান। ৩৬৭ রান করতে হারায় সব কটি উইকেট। যার চারটি টাইগার পেসার খালেদ আহমেদের।
৩৬৭ রানের জবাব ভালোমতই দিচ্ছিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে এই জুটি থামে ১১ তম ওভারের ৩য় বলে সাইমন হারমারের বলে ৩৩ বলে ৯ রান করা সাদমান বোল্ড হলে।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ দলের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় স্বাগতিকদের স্পিন। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ ভাগে বাড়তি টার্ন পেয়েছেন স্পিনাররা। প্রায় সাড়ে ৬ বছর পর টেস্টে ফেরা সাইমন হারমার একাই তুলে নিয়েছেন চার উইকেট।
দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে ২৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ৪ উইকেটে ৯৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ এবং নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ ০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।