স্পোর্টস ডেস্ক:
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০৯ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। সোমবার লঙ্কানদের দেয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ২০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১-০তে সিরিজটি নিজেদের করে নিলো।
আগের দিনের ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নেমে দলীয় ১৮৩ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। ১৭ রান আসে তার ব্যাট থেকে। এরপর ২ রান করে তাইজুল ইসলাম ও ৭ রান করে তাসকিন আহমেদ।
এক প্রান্ত আগলে রেখে লড়াকু মানসিকতা দেখান মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ২২৭ রানে ব্যক্তিগত ৩৯ রান তুলে মিরাজ ফিরে গেলে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস।
এরপর কোনও রান যোগ হওয়ার আগে শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আবু জায়েদ রাহি।
আগের দিন তামিম ইকবাল আউট হন ২৬ বলে ২৪ রান তুলে। সাইফ হাসান ৩৪, নাজমুল হোসেন শান্ত ২৬, মুমিনুল হক ৩২ ও মুশফিকুর রহিম ৪০ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে প্রবীণ বিক্রমা ৫টি ও রমেশ মেন্ডিস নেন ৪টি করে উইকেট।
দুই ইনিংসে ১১ উইকেট তুলে অভিষেকেই ম্যাচ সেরা হলেন বিক্রমা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯৩/৭ ও ১৯৪/৯
বাংলাদেশ: ২৫১ ও ২২৭
ফল: শ্রীলঙ্কা ২০৯ রানে জয়ী