ক্রীড়া ডেস্ক:
মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারালো আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারের আগেই ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পেল আফগানরা।
সুযোগ ছিল আফগানদের হারিয়ে তাদের টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসার সুযোগ ছিলো কিন্তু সেটিও হলো না।
শুরুতেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে টাইগাররা। ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।
এই ম্যাচ জয়ের ফলে দুই ম্যাচ সিরিজ শেষ হলো ১-১ ব্যবধানে। এতে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল লাল-সবুজের প্রতিনিধিদের।
এই ম্যাচ হারের জন্য যেমন কাঠগড়ায় ব্যাটসম্যানরা, তেমনি সহজ ক্যাচ ছেড়ে সে ব্যর্থতায় ভাগ বসিয়েছেন ফিল্ডাররা। নাসুম আহমেদ, আফিফ হোসেন, নাঈম শেখরা ছেড়েছেন সহজ ক্যাচ। হাফ চান্স হাতছাড়া হয়েছে আরো দুটি। ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ জিততে একেবারেই বেগ পেতে হয়নি আফগানিস্তানের। হযরতউল্লাহ জাজাইয়ের ফিফটির সঙ্গে দুই ব্যাটসম্যান উসমান ঘানির ৪৭ রানের সুবাদে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।