নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র উত্তর ২৪পরগনার শিল্পাঞ্চল এলাকার বিশেষ প্রতিনিধি হিসেবে আজ থেকে নিযুক্ত হলেন মধুবন গায়েন।

ইংরেজি সাহিত‍্যে অনার্স নিয়ে পাঠরত মধুবন বাংলা, ইংরেজি, হিন্দি ৩টি ভাষাতেই স্পীকিং ও রাইটিং-এ দক্ষ । ইংরেজি থেকে বাংলা অনুবাদে পারদর্শী ও হিন্দি থেকে বাংলা অনুবাদেও দক্ষ। বি. পি. ও টেলি কলিং ও টেলি মার্কেটিং এবং সেলস্ সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ড্রাইভিং, টাইপিং ও এডিটিং জানা, বি সার্টিফিকেট প্রাপ্ত এন সি সি ক‍্যাডেট মধুবন গায়েন আমাদের সংবাদপত্রের নির্ভীক সংবাদ পরিবেশন, সুচারু সম্পাদনা,আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতায় আকৃষ্ট হয়ে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে ফ্রী ল‍্যান্সিং সংবাদ পরিবেশনের ইচ্ছা প্রকাশ করায়  তাকে বিশেষ প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আজ পবিত্র ঈদের দিন এই তরুণ প্রতিভাকে নিযুক্ত করতে পেরে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পরিবার আনন্দিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে