নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের নদিয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করলেন প্রদীপ অধিকারী।
রিপোর্টিং, ফিচার রাইটিং, ফ্রিলান্সিং, ইন্টারভিউয়িং, প্রুফ রিডিং, ফোটোগ্রাফিতে দক্ষ ও বিশিষ্ট সমাজসেবী প্রদীপ অধিকারী বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধীন “এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এম্পাওয়ার্মেন্ট আফ দলিত-বিন্দ-ওমেন কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল: এ কেস স্টাডি”- এর উপরে পিএইচ. ডি. গবেষণারত। তিনি ইতিপূর্বে ওই বিশ্ববিদ্যালয় থেকেই এম.এ. (ইতিহাস ও শিক্ষাবিজ্ঞান), বি.এড., এম.এড., ও এম.ফিল. পাশ করেন।
দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকাটি দেশ-বিদেশের যেকোন মুহূর্তে ঘটে যাওয়া সকল সংবাদ দ্রুততার সাথে প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিনদিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মি. অধিকারী জানান, গত বছর বাংলাদেশ ভিজিটের সময়ই তিনি দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকা সম্পর্কে জেনেছেন, দিনাজপুরে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দিতে যাওয়ায় উত্তরবঙ্গের মানুষের সাথে মি.অধিকারীর সখ্যতা জন্মায় এবং সভায় উপস্থিত সাংবাদিকদের থেকেই তিনি প্রথম এই পত্রিকার নাম জানেন, সেই থেকেই দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার প্রতি তিনি গভীর আত্মিক টান অনুভব করেন বলে জানান। তিনি আরও জানান এই পত্রিকার ট্যাগ লাইন / স্লোগান “কারো পক্ষে নয়, অন্যায়ের বিপক্ষে” তার কাছে বেশ পছন্দের।
দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকায় নিয়োগের খবর পেয়ে তিনি জানান “দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র মতো একটি নামী পত্রিকা পরিবারের সদস্য হওয়াটা যে কোনো মানুষের কাছে গর্বের”। তিনি আরও বলেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকাটি সাংবাদিকতার মানদণ্ডে যাতে একটি সম্মানজনক জায়গায় অবস্থান করতে পারে তিনি এবং তার টিম সেই চেষ্টাটাই করবেন।