বিশ্বব্যাপী সংবাদপত্রের জগতে খুবই পরিচিত ও জনপ্রিয় নাম দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ।যার রয়েছে বিশ্বব্যাপী একঝাঁক ডাইন্যামিক সাংবাদিক।সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারতের পর এবার কানাডায় নিজস্ব সাংবাদিক নিয়োগ দিল দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ। বহুগুণে গুণান্বিত,অসাধারণ প্রতিভাবান, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব জহিরুল হক জহির দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার কানাডার কান্ট্রি এডিটর হিসেবে যোগদান করলেন।
কানাডার ভ্যাঙ্কুভার, বিসি-তে বসবাসকারী জহিরুল হক একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং বিশ্বব্যাপী ব্যবসায়ী নেতা, ডিজিটাল রূপান্তর, এআই উদ্ভাবন এবং আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী।
তিনি আন্তর্জাতিক ব্যবসায়ে এমবিএ, নেতৃত্বের উপর এমএ ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে পিএইচডি করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইটি ব্যবস্থাপনায় উন্নত পড়াশোনা সম্পন্ন করেছেন। একাধিক পদকপ্রাপ্ত প্রাক্তন জাতিসংঘ শান্তিরক্ষী (ক্যাপ্টেন) জহিরুল আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং দানাপুরি এসডিএন বিএইচডি-এর কান্ট্রি ম্যানেজার। ইংরেজি, ফরাসি, বাংলা এবং হিন্দিতে সাবলীল, তিনি বিশ্বব্যাপী সংযোগ তৈরি এবং রূপান্তরমূলক পরিবর্তন আনার প্রতি আগ্রহী।
দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আবুল কালাম আজাদ (রাজ কালাম)।