নিজস্ব প্রতিবেদক :

আজ ১১ আগস্ট। তরুন, তরুনীদের প্রিয় কবি, লেখক, সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবুল কালাম আজাদ (রাজ কালাম) এর জন্মদিন।

১৯৮২ সালে ১১ অগাস্ট বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন। এছাড়াও তিনি ২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে সিইএলসি কোর্স করেন। শিক্ষা ও সাহিত্য বিষয়ে ২০১৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণ পদক,মহান মাতৃভাষা সম্মাননা পদক,আট-ই ফাল্গুন পদক,যুব সম্মাননা ছাড়াও  তিনি বিভিন্ন সময়ে অসংখ্য সম্মাননা পেয়েছেন।

২০০২ সালে তিনি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লেখনীর মধ্যদিয়ে তাঁর কবিতা ও সাহিত্য রচনা শুরু করেন। তরুন সাহিত্যিক রাজ কালাম খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতিমান সাহিত্যিকদের সান্নিধ্য লাভ করেন।

মেধা ও শ্রমের মাধ্যমে দেশ বিদেশের মানুষের মনে আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি নিয়মিত জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইনে লেখালেখি করে থাকেন। তার প্রকাশিত বইগুলো পড়ন্ত বিকেলে, অধরা স্বপ্ন, গোধূলি লগ্নে, YOU MAY SPEAK EINGLISH  পাঠকদের মনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আমি তুমি-তুমি আমি ও MONEY IS THE SYNONYM OF THE WORLD, এক মহিরুহ’র জীবনী, টেলিপ্রেমসহ অন্যান্য।

সাহিত্যিক রাজ কালাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী লেকচারার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ও প্রশ্ন প্রণেতা।
পাশাপাশি তিনি সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার।

এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে