নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

“কারো পক্ষে নয়,অন্যায়ের বিপক্ষে” শ্লোগানকে সামনে রেখে ৩য় বর্ষে পর্দাপণ করেছে।

দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি আশাফুদ্দৌল্লা টিপুর সার্বিক তত্ত্বাবধানে আজ ৭ জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পত্রিকাটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার আঞ্চলিক অফিসে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ (রাজ কালাম),নির্বাহী সম্পাদক নয়ন কুমার, মফস্বল সম্পাদক (রাজশাহী ও রংপুর বিভাগ) রফিকুল ইসলাম, সাংবাদিক কবির হোসেন ,ক্রাইম রিপোর্টার আশরাফুল ইসলাম সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি টিপু সুলতান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক আশরাফুল ইসলাম সুমন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে