শ্রী রাজীব দত্ত, কলকাতা মহানগর প্রতিনিধি:
৭ জুলাই দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্রের বর্ষপূর্তি ও দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে এপার ও ওপার বাংলায় বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়।
সংবাদপত্রের পশ্চিমবঙ্গ শাখা বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভার্চুয়াল সভার আয়োজন করে। এই সভায় সংবাদপত্রের আগামী দিনে পত্রিকার নানান কর্মসূচি গ্রহণের আলোচনা গৃহীত হয়।
পরিকল্পনা অনুসারে দমদম স্টেশন সংলগ্ন এলাকায় দুঃস্থ শিশুদের হাতে শুকনো খাবার প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সে কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়ে অবশেষে ভার্চুয়ালি আলোচনা সভা করতে হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শাখার মফস্বল সম্পাদক ড. মহীতোষ গায়েন, পশ্চিমবঙ্গ শাখার নানান জেলার সাংবাদিক বন্ধুগণ। অনুষ্ঠানের শুরুতে সংবাদপত্রের শ্রীবৃদ্ধি,শুভকামনা জানিয়ে সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক অধ্যাপক, লেখক ও সাংবাদিক আবুল কালাম আজাদকে(রাজ কালাম) এবং এপার বাংলা ওপার বাংলা,দেশ ও বিদেশের সমস্ত প্রতিনিধি,কলাকুশলী,সুহৃদ পাঠক সমাজকে শুভেচ্ছা জানিয়ে মূল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ড. মহীতোষ গায়েন, তারপর পর্যালোচনা এবং নানা কর্মসূচি, দায়িত্ব,কর্তব্য ,গুরুত্ব বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মহীতোষ গায়েন, অন্যতম সাংবাদিক শ্রী রাজীব দত্ত, এছাড়া এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন সংবাদপত্রের প্রতিনিধি অনুকুল বিশ্বাস ,বিনোদ সরদার, সরোজ উপাধ্যায়, তপন কান্তি মন্ডল , প্রমূখ ব্যক্তি। এই আলোচনা থেকে যে সমস্ত কর্মসূচি উঠে আসে এবং আগামী দিনে তা বাস্তবায়িত রূপ দেয়ার পরিকল্পনা হয় সেগুলি হল :-
১) প্রতিটি জেলায় অন্তত একজন করে সাংবাদিক নিয়োগ।
২) আগামী দিনে ছাপা অক্ষরে পত্রিকার রূপরেখা দেওয়ার পরিকল্পনা।
৩) বিজ্ঞাপন গ্রহণের নানান পরিকল্পনা।
এছাড়াও নানাবিধ আলোচনার মাধ্যমে পত্রিকার অগ্রগতির চিন্তা ভাবনা এবং বাস্তবায়িত করার একরাশ প্রয়াস গ্রহণ করা হয়েছে।