নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের উত্তর চব্বিশ পরগণার দমদম বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করলেন সরোজ উপাধ্যায়।
সরোজ উপাধ্যায় অর্থনীতিতে এম.এ ডিগ্রি সম্পন্ন করার পরে পিএইচডি অর্জন করেন। তাঁর কর্মজীবনের প্রায় চল্লিশ বছরের মধ্যে সরকারি ক্ষেত্র ও ব্যাঙ্ক মিলিয়ে ২২ বছর এবং অধ্যাপক হিসেবে ১৮ বছর অতিক্রম করেন।
এছাড়াও অর্থনীতি ও ম্যানেজমেন্ট এর ওপর লেখা তাঁর প্রায় ২২০টি আর্টিকেল (Article )আছে । তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি।
লেখালেখি করা তাঁর নেশা। দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকায় সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, “বর্তমান সময়ে বিশ্বের যে পত্রিকাগুলো দুর্বার গতিতে এগিয়ে চলেছে তারমধ্যে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ অন্যতম। এমন একটি জনপ্রিয় পত্রিকার সাথে নিজেকে যুক্ত করতে পেরে খুবই আনন্দিত।”