নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের উত্তর চব্বিশ পরগণার বারাসাত নগরীর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন দেবাঞ্জনা ব্যানার্জী।
দেবাঞ্জনা সরোজিনী নাইডু কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে, বর্তমানে বিধাননগর কলেজে নৃবিজ্ঞানে ( anthropology )মাস্টার্সে অধ্যায়নরত আছেন।
তিনি পড়াশোনার পাশাপাশি পেশাগতভাবে যুক্ত আছেন content writing এর সাথে। যুক্ত ছিলেন jashn manao বাংলা ইন্টারনেট রেডিও’র সাথে। একজন quality analyst হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । কাজ করেছেন সিনেমা এবং বই reviewer হিসেবেও । এছাড়াও যুক্ত Social working group ‘ পরিবর্তন ‘ এর সাথে।
পছন্দ করেন বই পড়তে ও নাটক দেখতে।
ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র সাথে যুক্ত হওয়া।
তিনি পরিশেষে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার বিশ্বব্যাপী একটি ভালো অবস্থান দেখার আশা ব্যাক্ত করেন।