নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করলেন ড. সুবীর মণ্ডল।

ড. সুবীর মণ্ডল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডঃ শীলা বসাকের তত্ত্বাবধানে পি,এইচ, ডি অর্জন করেন। 

তিনি জানান, “লেখালেখি ও শিক্ষার প্রতি আমার অসম্ভব টান ও ভালো লাগা কাজ করে তারই নিমিত্তে কর্মজীবনে শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম এবং প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বও পালন করেছি।”

তিনি খাতড়া লায়ন্স ক্লাবের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর লেখা ও প্রকাশিত গবেষণামূলক ৪ খানা গ্রন্থ দেশে-বিদেশে বেশ সাড়া ফেলেছে। দেশে- বিদেশের পত্রিকায় প্রকাশিত নিবন্ধ, ভ্রমণকাহিনী, অনুগল্প ও ছোটগল্প, রম্যরচনা ফিচারের সংখ্যা তিন শতাধিক।

তিনি আনন্দবাজার, দৈনিক সুখবর পত্রিকার নিয়মিত লেখক ও অস্টট্রেলিয়া, কানাডা,   বাংলাদেশসহ বিভিন্ন দেশের জনপ্রিয় সংবাদপত্রে নিয়মিত লিখেন।

ভ্রমণ করা এবং ভ্রমণকাহিনী লেখা তাঁর সখ। তাঁর নিজস্ব লেখার পেজ ‘দক্ষিণ বাঁকুড়ার লোকজীবন ও সংস্কৃতি’।

পরিশেষে তিনি যুক্ত করে বলেন, “দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার জন্য শুভ কামনা সবসময়।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে