নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের মালদা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অনুকূল বিশ্বাস।
অনুকূল বিশ্বাস একাধারে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক ও সমাজসেবক। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রীর পর শিক্ষকতার পেশায় যোগদান করেন। বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ, পশ্চিমবঙ্গে শিক্ষকতার পেশায় কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সমান সাবলীল। নিজস্ব দুটি NGO এর মাধ্যমে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিয়মিত সমাজকল্যাণ কাজে যুক্ত আছেন। এছাড়া বৃক্ষরোপণের মত অতি প্রয়োজনীয় সামাজিক কার্যে নিজেকে উৎসর্গ করেছেন। কবিতা , গল্প , প্রবন্ধ ও প্রতিবেদন লেখায় যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে চলেছেন। বিভিন্ন সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন।
জাতীয় স্তরে “তারা নিউজ সর্বভারতীয় শিক্ষা সম্মাননা ” ২০২০, এবং “BEST TEACHER AWARD” 2020, by INSTITUTE OF SCHOLARS(INSC), BENGALUTRU, সম্মানে ভূষিত হয়েছেন।
এছাড়া বেশ কিছু সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থেকে বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক ও সাংস্কৃতিক কাজকর্ম করে চলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল— চন্দ্রপুর মনন ফর লিটারেচার এর আঞ্চলিক প্রধান, উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারত।মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ও মালদা সাংস্কৃতিক সংস্থার সহ সভাপতি।