নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের কলকাতা ব্যুরো প্রধান হিসেবে যোগদান করলেন ড. মহীতোষ গায়েন।

ড. মহীতোষ গায়েন পেশাগত জীবনে অধ্যাপনা করেন অধ্যাপক হিসেবে কলকাতা সিটি কলেজে। ছোটবেলা থেকেই লেখালেখি করা তাঁর নেশা। তিনি একজন কবি, সাহিত্যিক, লেখক, গবেষকসহ নানা প্রতিভার অধিকারী। তিনি একজন দক্ষ সংগঠক ও প্রকৃত সমাজসেবকও বটে। তিনি বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি জড়িত তার মধ্যে কিছু উল্লেখ না করলেই না, যেমন – সাধারণ সম্পাদক-কলকাতা ঢাকা মৈত্রী পরিষদ, সহ সম্পাদক-বাচিক স্বজন-কলকাতা, সহ সম্পাদক-সুচিন্তন সোসাইটি ফর কালচার, সভাপতি-বারাসত হিস্ট্রি লাভার্স এসোসিয়েশন, সম্পাদক-ইতিহাস চর্চা, এক্সিকিউটিভ মেম্বার-পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, এক্সিকিউটিভ মেম্বার-ইনস্টিটিউট অফ হিস্টোরিক‍্যাল স্টাডিজ ইত্যাদি। তিনি বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকায় নিয়মিত লিখেন, সেই থেকে পত্রিকাটির প্রতি একরকম ভালোবাসা জন্মে গেছে। তাই পত্রিকার পক্ষ থেকে উনাকে অনুরোধ জানালে তিনি সাথে সাথেই সম্মতি জ্ঞাপন করেন। তিনি দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার শুভ কামনা জানিয়ে বলেন পত্রিকাটি বেশ দায়িত্বর সাথে সবসময় সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমি আশাবাদী যে খুব দ্রুত বিশ্বব্যাপী পত্রিকাটি একটি ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে