দেশে গত ২৪ ঘন্টায় ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এরমধ্যে ১ লাখ ৬৪ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ৯৭ হাজার ৯ জন নারী রয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত সারাদেশে ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন এবং নারী ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ জন রয়েছেন।
এ পর্যন্ত টিকা গ্রহিতাদের মধ্যে ঢাকা বিভাগে ৫ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। যার মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ৪৫ হাজার ৮২৮ জন রয়েছেন, ময়মনসিংহ বিভাগে ৮৩ হাজার ২৭৬, চট্টগ্রাম বিভাগে ৪ লাখ ১৯ হাজার ৫৩০, রাজশাহী বিভাগে ২ লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুর বিভাগে ১ লাখ ৭২ হাজার ৭৮৩, খুলনা বিভাগে ২ লাখ ১৫ হাজার ৮১৬, বরিশাল বিভাগে ৯১ হাজার ২৪৯ এবং সিলেট বিভাগে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।