নিজস্ব সংবাদদাতা:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনের।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
আজ বৃহস্পতিবার (০৫ আগষ্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছে আছেন ৮৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৬জন, রাজশাহীতে ১৯জন, খুলনায় ৩৫জন, বরিশালে ১৬জন, সিলেটে ২৩জন, রংপুরে ১৮জন এবং ময়মনসিংহে মারা গেছে ১০জন।
নারী ও পুরুষ হিসেবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ১২৪ জন নারী। তাদের মধ্যে ১৯ জন বাসা এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন এবং নারী ৭ হাজার ২১৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গেলো দিনে মারা যাওয়াদের মধ্যে ১৪২ জনের বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের ৫৯জন, ৪১ থেকে ৫০ বছরের ৩১জন, ৩১ থেকে ৪০ বছরের ২৫জন, ২১ থেকে ৩০ বছরের ৫জন, ১১ থেকে ২০ বছরের ১ জন ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।