নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে আরও আট হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যা দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের দিক থেকে দেশে সর্বোচ্চ। সবশেষ গত ২৮শে জুন সর্বোচ্চ আট হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন আরো চার হাজার ২৭ জন। গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ১৩ হাজার ২৫৮। মোট ১৪ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন আট লাখ ১৬ হাজার ২৫০ জন। এদিন দেশে শনাক্তের হার ২৫ দশমিক ১৩।

আজ বুধবার (৩০শে জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত আসছে …

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে