মোংলা প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
১৯৫০ সালের ১ ডিসেম্বর বিশ্বের একমাত্র প্রাকৃতিক বন্দর হিসেবে এ বন্দর যাত্রা শুরু করে। এর পর ক্রমেই এর যাত্রা প্রসারিত হতে থাকে। তবে বিগত বিএনপি সরকারের ক্ষমতায় থাকা কালীন এ বন্দরের উন্নয়নের যাত্রা থেমে যায়।বিশেষ করে ২০০৯ সাল থেকে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এ বন্দরের উন্নয়নের যাত্রা অধিকহারে বৃদ্ধিপেতে থাকে এবং এ বন্দর লাভজনক বন্দরে পরিনত হয়। বর্তমানে এ বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মোংলা বন্দরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় বন্দরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আয়োজিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, বিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,বিএন, পরিচালক (প্রশাসন) মোঃ গিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ নাসির উদ্দিন, (যান্ত্রিক ও তড়িৎ) প্রধান প্রকৌশলী (নৌ) কমান্ডার এ এফ এম জাহিদুর রহমান, হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দীকুর রহমান, পরিকল্পনা প্রধান মোঃ জহিরুল হক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এম নুর মোহাম্মদ, উপসচিব মাকরুজ্জামান মুন্সী, ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ, মোংলা বন্দর কর্মচারী সংঘের সভাপতি সাইজ উদ্দিন মিঞা, সাধারন সম্পাদক মোঃ ফিরোজ প্রমূখ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্য সহ জাতীয় অর্থনীতির গতি ত্বরান্বিতকরণে মোংলা বন্দর বিশেষ ভূমিকা রেখে চলেছে। দেশের কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয়সহ অর্থনীতি প্রবৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখছে এ বন্দর।সভা শেষে বন্দরের সাফল্য ও অগ্রগতি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ৭০ তমপ্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে করোনার কারনে সীমিত পরিসরে সকাল ৯ টায় আনন্দ র্যালি হয়েছে।