নিজস্ব প্রতিবেদক:
দেশের অগ্রযাত্রা রুখে দিতে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৩শে এপ্রিল) বিকেলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপপ্রচার চালানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই ব্যবহার করছে দেশবিরোধীরা। এসব অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগসহ তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহবান জানান তিনি।