নিজস্ব প্রতিবেদক:

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লা মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, সহিংসতা, নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর, দখল ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র, যুব ও মহাজোটের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ই নভেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলা টাউন হল মোড় প্রাঙ্গনে উক্ত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী জেলা হিন্দু ছাত্র, যুব ও মহাজোটের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হিন্দু মহাজোটের আহবায়ক এ্যাড. অজিত নাথ, সদস্য সচিব প্রভাষক রতন চক্রবর্তী, সদর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি দীপক কর্মকার, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র পাল, পৌর হিন্দু মহাজোটের সভাপতি রকি সাহা, সাধারণ সম্পাদক ধীমান মজুমদার, কবিরহাট উপজেলা হিন্দু মহাজোটের আহবায়ক ছোটন সূত্রধর, জেলা যুব মহাজোটের যুগ্ম আহবায়ক আশীষ মজুমদার বিটু, সদর উপজেলা যুব মহাজোটের আহবায়ক বিদ্যুৎ পাল বিকি, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি চয়ন চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক মিঠুন কর্মকার শুভ, নির্বাহী সভাপতি সমর চক্রবর্তী, সহ- সভাপতি সৌরভ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সরকার, দপ্তর সম্পাদক অনয় চন্দ্র শীল, প্রচার সম্পাদক অজয় চন্দ্র শীল, সমাজ কল্যাণ সম্পাদক অপু কুমার নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তন্ময় দেবনাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত চন্দ্র শীল, মানবাধিকার বিষয়ক সম্পাদক সৌরভ পাল, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় চন্দ্র ভৌমিক সহ বিভিন্ন উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার দাবিতে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ করেন।

এই ব্যপারে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সফল সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার পায়তারা করছে। সেই লক্ষ্যেই তারা বিভিন্ন অজুহাতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুঠপাট সহ নানা অপকর্ম চালাচ্ছে এবং দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা ও সহিংসতা চালিয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে। আমরা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং এইসব উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে