প্রিয়াঙ্কা ব্যানার্জী, হুগলি জেলা প্রতিনিধি:
চারিদিকে যখন ভ্যাকসিনের আকাল ঠিক তখনই মুশকিল আশান এর মতো এলাকার প্রবীণদের জন্য ‘দুয়ারে ভ্যাকসিন’ এল হুগলির চন্দননগর ও ভদ্রেশ্বরে।
টিকাকরণ কেন্দ্র গুলিতে রীতিমতো লাইন পড়ছে রোজ, ভিড় জমছে প্রায়ই। সেই ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে বয়স্ক মানুষদের টিকা নিতে বেশ অসুবিধে হচ্ছে। তাই এই উদ্যোগ। এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগেই চন্দননগর ও ভদ্রেশ্বরে আশি বছরের বেশী বয়সীদের জন্য করা হয়েছে আলাদা টিকাকরণ শিবির। যে কর্মসুচির নাম ‘দুয়ারে ভ্যাকসিন’।
রবিবারই মানকুণ্ডু বারোয়ারিতলা দুর্গামন্দির প্রাঙ্গণ, চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় এবং কানাইলাল বিদ্যামন্দিরে ওই কর্মসুচি পালিত হয়।
এই ব্যবস্থাপনার জন্য এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা জানিয়েছেন, বয়সের ভারে তারা জর্জরিত, লাইনে দাঁড়িয়ে বা ভিড় ঠেলে টিকা নিতে সক্ষম নন, এই নয়া উদ্যোগে তারা খুশী।