দুর্গাপুর উপজেলা প্রতিনিধি :
রাজশাহী দুর্গাপুরে কিশোর অটো চালককে মারপিট করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত কিশোর অটো চালককে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা শ্যামপুর এলাকায়। কিশোর অটো চালক পারভেজ মোশাররফ (১৬) উপজেলার যুগিশো কোরবানীপাড়ার রহিদুল ইসলামের পুত্র।জানাযায়, ৩ জানুয়ারী রবিবার সন্ধার দিকে কানপাড়া অটো স্টান্ডে দুইজন অপোরিচিত যাত্রী যুগিশো পালশা যাবে কিছু সময় কাজ সেরে সেখান থেকে আরো তিনজন লোক নিয়ে পুনরায় কানপাড়া আসবে বলে অটো চালককে বলে। এতে তারা ন্যার্য ভাড়া দিবে জানালে অটো চালক রাজি হয়।
যাত্রী দুইজনকে নিয়ে কানপাড়া থেকে যুগিশো পালশা পৌছালে যাত্রীরা কৌশলে আরএকটু সামনে যেতে হবে বলে শ্যামপুর বিলের মাঝে এসে অটোটি দাঁড় করায়। একজন নেমে কিছুদূর গিয়ে ফিরে এসে পেছন দিক থেকে গলায় রশি দিয়ে আটকে দিলে অটো চালক মাটিতে পড়ে যায়। পরে ছিনতাইকারীরা পাশ্ববর্তী পানবরজের ভিতরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বুকের ওপর লাথি মারতে থাকে এসময় আরেকজন এসে তার মূখে বিশাক্ত কিছু ঢেলে দেয় এতে অটোচালক পারভেজ মোশাররফ জ্ঞান হারিয়ে ফেললে ছিনতাইকারীরা তার কাছে থাকা অপো এন্ডুয়েড ফোন ও অটো গাড়ীটি নিয়ে চলে যায়।
এরপর অচেতন অটোচালকের জ্ঞান ফিরে আসলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় একব্যাক্তি তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে অটোচালক পারভেজ মোশারফ শঙ্কামুক্ত বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় এলাকাবাসী বিষয়টি দুর্গাপুর থানায় অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দু্র্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হারিয়ে যাওয়া মোবাইল ও অটো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে মামলা হবে বলে জানান ওসি।