তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি:
প্রবল নিম্নচাপের ফলে কয়েক দিন একটানা বৃষ্টি চলছে। তবু সব উপেক্ষা করে আজ ১৯/১০/২১ দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে ডায়মণ্ড হারবার খাদি মন্দির সংলগ্ন স্থানে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম খাদ্যমন্ত্রী এবং বিশিষ্ট সর্বোদয় নেতা দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারীর ১২৪-তম জন্ম দিবস উদযাপন করা হয়। ডায়মণ্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা এক ভিডিও বার্তায় দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতি চারণা করে বক্তব্য পেশ করেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সভাপতি প্রণব দাস সহ মহকুমার বিশিষ্ট ব্যক্তিগণ। স্বাধীনতা আন্দোলন এবং গ্ৰাম গঠনে চারুচন্দ্রের ভূমিকা উল্লেখ করে বক্তব্য পেশ করেন ডায়মণ্ড হারবার চাষী কৈবর্ত মাহিষ্য সমাজের সভাপতি অপরেশ হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সিদ্ধানন্দ পুরকাইত। সকলকে ধন্যবাদ জানান দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারী স্মৃতি রক্ষা সমিতির সভাপতি সুবোধ কুমার হালদার।