সিংড়া(নাটোর) প্রতিনিধি :

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার চলনবিলের মানুষের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ।

বন্যার্তদের পাশে থেকে সরকারী সকল দপ্তর কাজ করছে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বন্যায় গ্রামীন সড়ক, জনপদ, রাস্তা, পুকুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা নেমে গেলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করবো।

দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। কেউ মনোবল হারাবেন না।

বুধবার কলম ইউনিয়নের কলকলি, কালিনগর,কলম গ্রামে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রনজিৎ কুমার, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বার সরদার প্রমূখ।

এসময় তিনি ৩ শ জনকে ত্রান এবং ১৭১৬ জনকে ভিজিএফ চাল প্রদান করেন।
এর আগে তিনি বন্যায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সিংড়া পৌর এলাকার ৭০ টি পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করেন।

এসময় সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌসসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে