রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে মা ইলিশ আহরন, সংরক্ষন ও বিপননের ক্ষেত্রে নিষেধাজ্ঞার শেষ দিনেও গুরুত্বপূর্ণ হাট-বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।
মা ইলিশ রক্ষায় সংরক্ষন অভিযান ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ আহরন, সংরক্ষন, ও বিপননে নিষেধাজ্ঞা জারি করেছিলো প্রশাসন। নিষেধাজ্ঞা জারির দিন হতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন মাছের বাজারে নিয়মিত মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।
সেই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার শেষ দিনেও বুধবার সকালে দুর্গাপুর সদরের সিংগা হাটে মাছের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত ছিল। সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা নির্দেশনা মেনে চলাই দুর্গাপুর উপজেলার কোথাও মা ইলিশ সংরক্ষণ ও বিপণনে কেউ অভিযুক্ত ছিলেন না বলে জানান ইমরুল কায়েস।
বুধবার উপজেলার সিংগা মাছের বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহসীন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস ও প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন।