রবিউল ইসলাম, দুর্গাপুর রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে গলায় শাড়ি পেঁচিয়ে রওশনআরা (৫২) নামের এক বৃদ্ধা নারী আত্নহত্যা করেছে।
বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার উপজেলা জয়নগর ইউনিয়নের বম্ম্রপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের স্ত্রী। ওই ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, রওশনআরা মানিসক সমস্যায় ভুগছিলেন। বুধবার ভোর ৬টার দিকে বাড়ির সাথে গ্রামীণ ব্যাংক শাখার কিস্তি উঠানোর ফাঁকা ঘরে ছোট বাচ্চার শাড়ি গলায় পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় লোকজন লাশ ঝুঁলতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, রওশনআরা মানিসক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।