সানোয়ার আরিফ রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে শিশু সহ জেলে যাওয়া নিলুফা বেগমের ঋণ পরিশোধ করলেন বাংলাদেশ ব্যাংকের মানবিক কর্মকর্তারা।

২৯জানুয়ারী শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এনজিও “বীজ” এর ম্যানেজারের নিকট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার হস্তক্ষেপে ঋণের পাওনা সম্পন্ন টাকা একযোগে পরিশোধ করে দেন বাংলাদেশ ব্যাংক (প্রধান শাখা)র মানবিক কর্মকর্তা গন।
উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর যুগ্ম পরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ, বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার মেইন্টিন্যাস ইঞ্জিনিয়ার (ডিডি) জাহিদুল ইসলাম জাহিদ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী, এনজিও বীজ এর শাখা ব্যবস্থাপক মহিরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,ঋণের কিস্তি দিতে না পারায় এনজিও “বীজ” এর মামলায় ২৪ জানুয়ারি রোববার দুর্গাপুর থানা পুলিশ উপজেলার মাড়িয়া গ্রামের সালামের স্ত্রী নিলুফাকে এক বছরের বাচ্চাসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এ ঘটনায় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইনে গুরুত্বের সাথে সংবাদটি প্রকাশ করায় দেশ ব্যাপী ভাইরাল হয় মানবিক এই সংবাদ।

প্রকাশিত সংবাদটি জানতে পেরে বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার কয়েকজন মানবিক কর্মকর্তা দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২৯ জানুয়ারী শুক্রবার ঋণগ্রহীতা নিলুফা বেগম ও তার স্বামী আব্দুস সালাম এর উপস্থিতিতে এনজিও ম্যানেজারের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ঋণের টাকা বুঝিয়ে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে