তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি :
ত্রাণ বিতরণ করতে গিয়ে অভিনব সংস্কৃতি চর্চার আয়োজন করল ‘বিদ্যানগর প্রয়াস’।
সম্প্রতি ইয়াস ঝড় ও জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভাঙার ফলে ধ্বসে পড়েছে ঘরবাড়ি, ভেসে গেছে ফসলের জমি, মাছের পুকুর। খাদ্য ও পানীয় জলের আকাল। সুন্দরবনের পাথর প্রতিমা থানার বনশ্যাম নগর অঞ্চলের এরকমই একটি ছোট গ্ৰাম গঙ্গাপুর। স্থানীয় পঞ্চায়েত প্রধান কুলদীপ বর্মনের উপস্থিতিতে এখানে প্রায় ৩০০ অধিবাসীর হাতে চিড়া, মুড়ি, সুজি, চিনি, বিস্কুট, দুধ প্রভৃতি শুকনো খাবার এবং মোমবাতি, দেশলাই, ব্লিচিং,ও আর এস ও কিছু ওষুধ বিতরণ করা হয়।
ব্যবস্থাপনায় এগিয়ে আসে গ্ৰামেরই জাগ্ৰত সঙ্ঘের ছেলেরা। সহযোগিতা করে জেলা গ্ৰন্থাগার সুহৃদ।
ত্রাণ বিতরণ পর্বের মধ্যে শুরু হয় আবৃত্তি, গান ও অভিনয়ের এক অপূর্ব কর্মশালা। দুর্গত পরিবারের ২৫ জন কিশোর কিশোরী কর্মশালায় অংশগ্রহণ করে ।দুঘন্টার এই অনুষ্ঠানে ইয়াস ও আম্পান কিভাবে তাদের জীবন বিপন্ন করে তুলেছে তারই চলমান ভাষ্য ফুটে উঠেছে নাট্যরূপের মাধ্যমে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় ছেলেমেয়েরা ঘরবন্দী। একঘেয়েমি থেকে মুক্ত হয়ে তারা মানসিক ভাবে বেশ আনন্দ উপভোগ করে। নাটকে পোশাকের অঙ্গ হিসাবে নাট্যশিল্পীদের কেবল একটা করে গামছা দেওয়া হয়েছিল। অনিরুদ্ধ সাপুই-এর পরিচালনায় এই মনোরম অনুষ্ঠানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন অলকা জানা, বনানী প্রামানিক,প্রদীপ সাহু, মহসিন আলী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রয়াসের সদস্য সন্তু খাঁ এবং জেলা গ্ৰন্থাগার সুহৃদের পক্ষে মধুসূদন চৌধুরী, নিশিকান্ত সামন্ত, গার্গী পাড়ুই, অরূপ দাস প্রমুখ।