শাহ সুলতান , বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায়  ওসি হাসান আলী গত  ২০২০ সালের ২০অক্টোবর ইং তারিখ যোগদান করেন,  যোগদানের পর থেকে সামাজিক, সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহিত জরিত থেকে জনগনের নিকট মানবতার সেবক হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেন। ব্যাক্তি নিরাপত্তা,মাদক,সন্ত্রাস নিমুলে উদ্যোগ করে করে, সুষ্ট ভাবে দায়িত্ব পালন করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

দুপচাঁচিয়া উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢাকার পরিকল্পনা হতে নিয়ে, দুপচাঁচিয়া  গুরুত্বপুর্ণ স্হান সহ বিভিন্ন ইউনিয়নে সিসি ক্যামেরা স্হান করে, অপরাদ দমনে ও অপরাধীকে সনাক্ত করে আইনে আওতায় আনার বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন।সেই সাথে ইতিমধ্যে কিছু সফলতার প্রমান ও জনগন পেয়েছেন।দুপচাঁচিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী অত্যান্ত  আত্মবিস্বাসী ও ন্যায়পরায়ন ব্যাক্তি হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করেছেন।তিনি রাজনৈতিক ব্যাক্তি,সুধীজন,শুশীল সমাজ ,সাংবাদিকদের সহিত পরামর্শ ও আলোচনা করে সকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুপচাঁচিয়াকে মডেল থানা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান।সেই সাথে জনতাই পুলিশ,পুলিশই জনতা এই শ্লোগান কে বাস্তবে রুপদান করতে সক্ষম হয়েছেন।
ইতি মধ্যে দুপচাঁচিয়া থানার সকল ইউনিয়নে বীট পুলিশিং কার্যক্রমে এলাকার জনগন,রাজনৈতিক ব্যাক্তি, শুশীল সমাজকে সাথে নিয়ে সুষ্ঠভাবে বীট পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যেমে এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক নিমুল সহ সকল অপরাধ কমিয়ে এনেছেন।
পুলিশের মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন। দুপচাঁচিয়া  থানার সকল কর্মকর্তা  / কর্মচারীদের জনগনের সেবক হিসাবে তৈয়ারী করেছেন।সর্ব সাধারন  জনগন এখন সরাসরি ওসি হাসান আলী সহিত সাক্ষাত করে তাদের মনের কথা গুলি ব্যাক্ত করতে পারেন,এবং  তিনি  মনোযোগ সহকারে জনগনের কথা শুনতে পছন্দ করেন।হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য ও প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে এবং তা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে ওসি  হাসান আলী ব্যাপক প্রসংসা লাভ করেছেন।অপরাধ দমনের  কৌশল হিসাবে  রাতে সেচ্ছাসেবক টীমের মাধ্যমে টহল পুলিশের পাশাপাশি টহল দিয়ে এলাকার অপরাধ কমিয়ে এনেছেন।

গতমাসে দুপচাঁচিয়ার ইসলামপুরে একটি হত্যাকান্ডের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়,দুস্হ,ও অসুস্হ ব্যাক্তিকে অর্থ সহযোগিতা করেছেন।কন্যা দায় গ্রস্ত  পিতার পার্শ্বে  এসে বিবাহের ব্যাবস্থা করে সামাজিক মর্যাদা অর্জন করেন।সর্ব শেষ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা হলেও দুপচাঁচিয়ায় কেনো ঘটনা ঘটে নাই।এ ছাড়া দুপচাঁচিয়ার সকল ইউনিয়নে সম্প্রীতির সমাবেশ আয়োজন করে থানা প্রশাসন  ও আইন শৃঙ্খংলার উন্নায়নের জন্য প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করেন।দুপচাঁচিয়া উপজেলার সকল জনগনের কাছে আস্থার প্রতীক হয়ে আছেন ওসি হাসান আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে