মোছাব্বর হাসান মুসা,বগুড়া প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলা এলাকার তালুচ ফকির পাড়ার মোছাঃ বিউটি আক্তার (৩২)-এর স্বামী আঃ কুদ্দুস প্রবাস থেকে ২০৪০০ টাকা বিকাশে পাঠিয়ে দেয়। ভুলক্রমে টাকাটা অন্য একজনের (তিনদিঘি-জয়পুরহাট) বিকাশে চলে যায়।
বিউটি আক্তার তাৎক্ষনিক দুপচাঁচিয়া থানা পুলিশের দ্বারস্থ হয়। ওসি সাহেব খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। একজন এসআই দ্রুত তিনদিঘি গিয়ে সেই ভদ্রলোকের সাথে কথা বলে এবং টাকা ফেরত দেওয়ার আহ্বান জানায়।
তিনদিঘির সেই ভদ্রলোক গতকাল থানা অফিসে এসে ওসি সাহেবের সামনে বিউটি আক্তারকে টাকাটা ফেরত দেয়।
বিউটি আক্তার টাকা ফেরত পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।