মোছাব্বর হাসান মুসা,বগুড়া প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন
আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১ টায় দুপচাঁচিয়া উপজেলার পোথাট্রি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মোস্তাফিজুর রহমান জুয়েল এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগ সংগ্রামী সাধারণ সম্পাদক রাগেবুল আহসান
রিপু। বগুড়া জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ অপেল।
বগুড়া জেলা আলয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবুর রহমান তবি। বগুড়া জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিখ। বগুড়া জেলা আওয়ামীলীগ সদস্য আরোয়ার হোসেন, আবু সাঈদ ফকির ও মাহবুবা নাসরিন রুপা। সম্মেলনের শুভ উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিম। সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চামরুল ইউপি আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক শাহিদুর রহমান কয়েন।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানা। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে চামরুল ইউপি আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল এর সভাপতিত্বে কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অধিবেশন বসে। উক্ত অধিবেশনে কাউন্সিলরগনের ভোটে মোস্তাফিজুর রহমানকে
সভাপতি ও সাধারণ সম্পাদক করে আজমল হোসেন কে নির্বাচিত করা হয়েছে।