রফিকুল ইসলাম দুপচাঁচিয়া প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের ৮ বছরের এক কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে মাঠের ভিতরে একটি ইলেকট্রিক তারের খুঁটির সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

এখবর থানা পুলিশের নিকট আসলে।থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহটি ৮ বছরের কন্যা শিশু হবার কারণে তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। মরদেহের ময়না তদন্তের রির্পোট এর জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। দুপচাঁচিয়া থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার এস আই সাইফুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে