দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :

দুপচাঁচিয়ায়  জুয়া  খেলার অপরাধে গ্রেফতার ৬জন।

গত ২২-০৫-২০২১ খ্রিঃ রাত্রি অনুমান ২৩.৩০ ঘটিকা সময় দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের অন্তর্গত উত্তর সাজাপুর গ্রামের কবরস্থানের পূর্বদিকে জনৈক টিপুর আম বাগানের মধ্যে। নগদ ১২৩০/- টাকা,০২ (দুই) সেট জুয়া খেলার তাস ০২ (দুই) টি প্লাস্টিকের বস্তা সহ ৬ জনকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন,  ১।মোঃ জুয়েল (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন, ২। মোঃ সানোয়ার (৩৫), পিতা- মৃত মকবুল হোসেন, ৩। মোঃ নাসির (২২), ৪। মোঃ সোহাগ (৩০), উভয় পিতা- ইয়াসিন সরদার, ৫। মোঃ আবু সাঈদ (২৮), পিতা- মৃত ছহির উদ্দিন, ৬। মোঃ আব্দুল আলিম (৩২) পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সর্ব সাং- উত্তর সাজাপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। দুপচাঁচিয়া থানার মামলা নং ১৩ তারিখ ২৩-০৫-২০২১ খ্রিঃ ধারা- ১৮৬৭ সালের জুয়া আইনের ১১ রুজু হয়েছে।

দুপচাঁচিয়া থানার এস আই রাশেদ বিষয়টি নিশ্চিৎ করেছিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে