দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি :

অদ্য২৪সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় দুপচাঁচিয়া স্বর্ন ব্যাবসায়ী মালিক সমিতির সভা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যাড কলেজের হল রুমে অজিত দত্র ( পটুর) সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জল্হরুল ইসলাম( বাবুর) পরিচালনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সাধারন সভায় বার্ষিক আয় ও ব্যায়ের হিসাবে তুলে ধরেন বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃজল্হরুল ইসলাম ( বাবু)।অতপর সভাপতি অর্জিত দত্র  বাবু সমিতির সার্বিক তুলে ধরে বক্তব্য  রাখেন।
দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ আশরাফ আলী, উপদেষ্টা মাহফিজুর রহমান মিন্টু,শ্রী ভুষন চন্দ্র অধিকারী।
আরো বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক শ্রী সাধন চন্দ্র কর্মকার,ক্রিড়া সম্পাদক সংঙ্কর চন্দ্র বর্মন, কার্যকারী সদস্য রিপন, চঙ্চল বর্মন প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ময়নুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে