মোঃ বেলাল হোসেন, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে সোমবার (১৭ মে) বিকালে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, সাবেক মেয়র ও সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এসএম কায়কোবাদ, নজরুল ইসলাম মোল্লা, এনামুল হক টি রানা, আলহাজ্ব আব্দুর রশিদ মঞ্জু, শামিমা আকতার মুক্তা, দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুর মহলদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সজল, শ্রমিক লীগের সাধারন সম্পাদক আশরাফ আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, ছাত্রলীগ নেতা সুজন প্রাং প্রমূখ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যার সময় তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ছয় বছর পর দেশের মাটিতে পা রাখেন।