দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় জুয়া খেলার অপরাধে  র‍্যাব – ১২ এর অভিযানিক দল গত ১৪ জুন রাত্রীতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন ধাপসুলতানগঞ্জ হাটস্হ জনৈক ফেরদৌস (৫২) পিতা আবুল হোসেন এর খাবারের হোটেল এর মেঝেতে জুয়া খেলার সময় ৫জনকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত আসামীগন হলো ১।মোঃমিরাজুল ইসলাম( ৩৪) পিতা মৃত ছমির সাকিদার,সাংধাপসুলতানগঞ্জ হাট।

২।মোঃ।মিঠু প্রমানিক (২৮) পিতা মৃত আনোয়ার হোসেন গ্রামঃবড় ধাপ।

৩।মোঃবাবু প্রমানিক( ৩৬) পিতা মোঃরহিম প্রামানিক সাংধাপসুখান গাড়ী।

৪।মোঃজুয়েল প্রমানিক ( ৩৭)পিতাঃমান্টু প্রমানিক সাং ধাপ সুখানগাড়ী।

৫।মোঃরফিকুল ইসলাম ( ৪৮) পিতা মৃত আজিম উদ্দীন শেখ সাংধাপ যুগিপোতা সর্ব থানা দুপচাঁচিয়া জেলা,বগুড়া।

মামলার বাদী জিসিও- ৯৩৬ নাযেব সুবেদার( (ডিএডি) মোঃরাজু আহম্মেদ স্পেশাল কোম্পানী র‍্যাব -১২ বগুড়া  কতৃক  দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়ের করেন।(থানা সুত্রে জানা যায়)

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব হাসান আলী জানান ১৫।৬।২০২১ইং আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে