দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ২৫ জুন অনুমানিক বেলা ৩ টায় বাড়ীর পাশ্বে পুকুরের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু বরণ করে।
দুপচাঁচিয়া উপজেলার খুনিহারায় নানা বাড়ী বেড়াতে এসে ওই মৃত্যূর ঘটনা ঘটেছে। সে নাটোর জেলার লালপুরের মো. মামুনের শিশুপুত্র বলে এলাকা বাসী জানায়। উপজেলার চামরুল ইউনিয়নের খুনিহারায় জৈষ্ঠ্য মাসের দাওয়াত খাওয়ার জন্য নানার বাড়ী মোজাম্মেল হকের বাড়িতে আসেন তার কন্যা ও নাতি শিশু সিয়াম। কোন এক সময় শুক্রবার বেলা ৩ টার দিকে শিশু সিয়াম সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে আত্নীয় স্বজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
দুপচাঁচিয়া সরকারী হাসপাতালের কর্মকর্তাগন শিশু সিয়াম কে মৃত্যু ঘোষণা করে।শিশু সিয়াম মৃত্যুবরণ করায় খুনিহারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।