মোঃ মাসুূ রানা, দুপচাঁচিয়া, বগুড়া :
আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন।এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয় নানান আয়োজনে।
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালীর প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে সম্মান জানান,দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন,দুপচাঁচিয়া উপজেলা পরিষদ,দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা কমান্ড,দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ, দুপচাঁচিয়া উপজেলা যুবলীগ,দুপচাঁচিয়া থানা প্রশাসন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
অতপর সকাল ১০ ঘটিকায় দুপচাঁচিয়া উপজেলার হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভাটি দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আহমেদুর রহমান বিপ্লব,
আরো বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ভুমি কমিশনার আবু সালেহ মোহাম্মাদ হাসনাত, দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজ্জাত আলী, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল মহলদার, দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আমিনুর রহমান সহ দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নেতা ও কর্মীগন।
আলোচনা সভা শেষে দুপচাঁচিয়া শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।