বিশেষ প্রতিনিধি, বগুড়া :

গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিহান আসামী সহ দুই জনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় উপজেলা সদরের ইসলামপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সন্ধিহান আসামী উপজেলার পালপাড়ার মৃত সুরেণ চন্দ্রের ছেলে সুধীর চন্দ্র (৪৩) কে গ্রেফতার করেছে। একই রাতে পুলিশ উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা কালে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ি আকন্দপাড়ার মৃত হায়দার আলীর ছেলে ওহাব আলী আকন্দ (৩৮) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে