দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :

দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামে ২৯জুন রাতে জুয়া খেলার অপরাধে ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃত আসামী হলো ১।মোঃ মাসুদ(৩২)পিতাঃ মোঃআবু কালাম ওরফে সন্টু
২।মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন(২৪)দ
৩।মোঃশাহিনুর আলম ওরফে শাহীন(২০) উভয় পিতা-মোঃভুট্টু সর্বসাং-ঝাঝিরা পশ্চিমপাড়া ৪।মোঃ রবিউল ইসলাম (২০)পিতা-মোঃতফিজুল ইসলাম সাং-তালুচ পশ্চিম পাড়া ৫।মোঃ মোয়াজ্জেম হোসেন(২৬)পিতা- মোঃ তছির উদ্দিন সাং-ঝাঝিরা পশ্চিমপাড়া,বর্তমান সাং তালুচবাজার(আফাজ পিতা- মৃত আমান এর বাড়ির ভাড়াটিয়া) সর্ব থানা- দুপচাঁচিয়া জেলা-বগুড়া।

গ্রেফতার কৃত আসামীদের জুয়া আইনে গ্রেফতার করা হয়েছে মর্মে দুপচাঁচিয়া থানার এস আই নিশ্চিত করেন এবং তাদের আজ বুধবার জেল হাজতে প্রেরন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে