দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়ায় জাতীয় অনলাইন প্রেসক্লাবে অদ্য ৫।৬।২০২১ইং সকাল ১১ঘটিকায় ক্লাবের সভাপতি মোঃআব্দুস সালাম মীর এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলামের সঙ্চলায় এক বিশেষ অধিবেশন ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলায়েত করেন ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ডাঃআব্দুল করিম।

স্বাগত বক্তব্যে সভাপতি মোঃআব্দুস সালাম মীর বলেন,ক্লাবের উন্নয়ন ব্যাপারে সকলকে এগিয়ে  আসতে হবে। একতা শক্তি, একতার বিকল্প কিছু নেই,একতা ওসাহসিকতার সহিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা সাংবাদিকদের কাজ,অনলাইন মাধ্যম জাতীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।সাংবাদিকতায় বর্তমানে সবচাইতে বড় প্লাটফরম অনলাইন সাংবাদিকতা।

ক্লাবের উন্নয়ন কল্পে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি এ বি এম নুরুল ইসলাম, সহসভাপতি নুরুল ইসলাম,সহসভাপতি ইদ্রিস আলী, কার্যনিবাহী -১ নুর মোহাম্মাদ, কার্যনিবাহী-২ প্রভাষক মোঃসফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ডাঃআব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদরানা,ক্যাশিয়ার মোঃকাওছার আলী,দপ্তর সম্পাদক মোঃআব্দুস সালাম পাখী প্রমুখ।

আলোচনা সভায় ক্লাবে উন্নায়ন তথা ক্লাবকে গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় ক্লাবের সকল সদস্য উপস্হিত থেকে বিশেষ অধিবেশন কে পরিপুর্নতায় রুপ দেন।সভাশেষে  গার্ডেন ভিউ এ দুপুরের খাবারে   সকল সদস্য  অংশগ্রহন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে