মোছাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলী  সাহেবের নেতৃত্বে আমি এস আই খাইরুল ইসলাম, এসআই আলিফ উদ্দিন, এসআই রাশেদুল ইসলাম, এসআই কমল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জানুয়ারী ২১ তারিখ সকাল ০৭.১৫
ঘটিকার সময় দুপচাঁচিয়া থানাধীন থানা বাস স্ট্যান্ড বগুড়া-নওগাঁ রোডে পোষ্টের মাধ্যমে চট্টগ্রাম হইতে নওগাঁ যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন যার
রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ব-১৫-১৭৫৬ তল্লাশি করে ৪ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

আসামি ১।মোঃ জাহিদুল ইসলাম শটকা(৩০) পিতা জলিল শেখ ২। শহিদুল ইসলাম (২৮)পিতাঃ মোঃ কফিল সরদার উভয়ের গ্রাম খটেশ্বর পশ্চিমপাড়া থানা রানীনগর জেলা নওগাঁদয় কে ৪ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে