দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়ায় অদ্য  ১৬/০৬/২০২১ ইং সকাল ৮.৩০ ঘটিকায়  মোঃআনছার আলী(৫২), পিতা-মৃত তছির উদ্দীন প্রাং, সাং-পাঁচোষা (পশ্চিমপাড়া), থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া, গলায় ফাঁশ দিয়ে আত্নহত্যা করিয়াছে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে  জানা যায় সে একজন ধান চাতালের শ্রমিক ছিল। দীর্ঘ প্রায় ০২ বছর যাবৎ সে ফুসফুসের কান্সার জনিত সমস্যায় ভুগিতে ছিলেন। পরিবারের সাধ্যমত তাকে চিকিৎসার ব্যবস্থা করিয়াছে। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয় নাই। মাঝে মধ্যে ফুসফুসের কান্সার জনিত সমস্যার কারণে পেটের পীড়া বেশি হয়ে গেলে সে নিজে নিজেই আত্মহত্যার চেষ্টা করিত। একপর্যায়ে গত ১৫/০৬/২০২১ তারিখ রাত্রি বেলা তার পেটের পীড়া জনিত কারণে সারা রাত্রি যন্ত্রনায় ছটফট করে। পরের দিন অদ্য ১৬/০৬/২০২১ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় তার স্ত্রী তাকে পেটের ব্যথার চিকিৎসার জন্য ধাপের হাটে কবিরাজের কাছে নিয়ে আসে। কবিরাজের কাছে থেকে চিকিৎসা গ্রহণ শেষে একই তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাড়িতে ফেরত আসিয়া তার স্ত্রী তাকে বাড়িতে রাখিয়া ধানের চাতালে কাজের জন্য চলিয়া যায়। একই তারিখ তার মেয়ে মোছাঃ পারুল (২৩) সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় তার বাবা আনছার আলীকে বাসায় একা রেখে পার্শ্ববর্তী মুদির দোকানে কেনাকাটার জন্য যায়। কেনা কাটা শেষে একই তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় বাড়িতে ফেরত আসিয়া তার বাবাকে বাড়ির ভিতরে না দেখিয়া খোঁজাখুজি শুরু করে। খোজাখুজির একপর্যায়ে তাদের বাড়ির পিছনে গিয়া দেখেন যে তার বাবা পেটের ব্যথা সহ্য করতে না পারিয়া সকলের অগোচরে করমচা গাছের ডালে রশি বাধিয়া গলা ফাঁস নিয়ে আত্মহত্যা করিয়াছে।

দুপচাঁচিয়া থানা সুত্রে  জানা যায় মৃত আনছার আলীর মেয়ে মোছাঃ পারুল (২৩) পিতা-মৃত আনছার আলী, সাং-পাঁচোষা(পশ্চিমপাড়া), থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া সঙ্গে ১। আমার মা মোছাঃ আছুবা বেওয়া(৪২), স্বামী-মৃত আনছার আলী, সাং-পাঁচোষা(পশ্চিমপাড়া), থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া ২। গুনাহার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছরোয়ার হোসেন, পিতা-মৃত রিয়াজ উদ্দীন মন্ডল, পাঁচোয়া(মধ্যপাড়া), থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াসহ থানায় আসিয়া অপমৃত্যু বিষয়ে সংবাদ দিলে দুপচাঁচিয়া থানার অপমৃত্যু মামলা ১৬/২০২১ রুজু হয়। বিনা ময়না তদন্ত লাশ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে মৃতের মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনের নিকট লাশ হস্তান্তর  করেন।

দুপচাঁচিয়া থানার অপমৃত্যু মামল করা হয়েছে মর্মে এস আই নিয়ামান নাছির নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে