দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :
দুপচাঁচিয়ায় কঠোর লকডাউনের তয় দিনে ৩।৭।২০২১ইং রোজ শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাঃআবু তাহির দুপচাঁচিয়া শহর,বেরাগ্রাম ও জিয়ানগরে ৫টি প্রতিষ্ঠানকে ৭হাজার ৫০০টাকা জরিমানা করেন এ সময় দুপচাঁচিয়া উপজেলা কমিশনার( ভুমি)আবু সালেহ মোহাম্মাদ হাসনাত ও দুপচাঁচিয়ার পুলিশ প্রশাসন সাথে ছিল।
এ ছাড়া দুপচাঁচিয়া উপজেলা কমিশনার (ভুমি) দুপচাঁচিয়া শহর ও সারপুকুর বাজার সহ বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপী অভিযানে ৯টি মামলায় ৮হাজার ৩শত ৫০টাকা জরিমানা আদায় করেন।
তয় দিনে কঠোর লকডাউনে প্রশাসনের ভুমিকা ছিল চোখে পড়ার মত।