দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার সারপুকুর বাজার এলাকার রায়হান খন্দকার পিতাঃইদ্রিস আলীর বাড়ী সামনে শুক্রবার দুপুর হতে সন্ধা পর্যন্ত অনশনরত একই উপজেলার মোরগ্রামের বিদেশ প্রবাসী জাহাঙ্হীর মেয়ে জেরিন নাহার জিতু এখন তার শশুরের হেফাজতে আছেন।
জেরিন নাহার জিতু এই প্রতিবেদক কে জানান প্রায় ৬মাস আগে ইদ্রিস আলী ছেলে রায়হানের সাথে ফেসবুকে পরিচয় ঘটে।বিভিন্ন ভাবে আলাপ আলোচনায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।প্রেমের কারনে রায়হান খন্দকার ১৭জুন তাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যায়।সেখানে তারা দু,জন কয়েক দিন সংসার ও করে। কিন্তু রায়হানের দুলাভাই তাদের বাসায় গেলে নাস্তা আনার কথা বলে বেড়িয়ে গিয়ে আর ফিরে আসে না।জেরিন নাহার জিতু তখন অসহায়। হয়ে পড়েন,বাধ্য হয়ে তার স্বামী খোঁজে দুপচাঁচিয়ার সারপুকুর বাজারে তার শশুরের দরজায় অবস্হান নেয়।বিষয়টি ফেসবুক সহ অনলাইন মাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সন্ধায় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মিমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে বিচারে বসেন,বিভিন্ন আলোচনায় এবং ছেলে হাজির না থাকায় তেমন সিদ্ধান্ত নিতে না পারায় এলাকার লোকজনের চাপে রায়হান খন্দকারের পিতা মোঃইদ্রিস আলী আপাতত ছেলে বাড়ীতে না আসা পর্যন্ত জেরিন নাহার জিতু তার বাড়ীতে আছেন মর্মে মুঠোফোনে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন।তবে জেরিন নাহার জিতুর মা জানান আমরা এখন পর্যন্ত আইনের আশ্রয় নেয় নাই।চলবে – ১