দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি :

দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়নে সকাল ১১ ঘটিকায় আলহাজ্ব মেহেরুল ইসলাম চেয়ারম্যান এর সভাপতিত্বে ও ইউপি সচিব  সৈয়দ মাহবুবর রহমান পলাশের সঙ্চলায় বাজেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় গতবছরের বাজেট পর্যালোচনা শেষে আগামী অর্থ বছর ২০২১- ২০২২বাজেট ১কোটি ৪১লক্ষ৭০ হাজার৮১৯ টাকা ঘোষনা করেন তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম।

সভায় উপস্হিত ছিলেন মহিলা মেম্বার মোছাঃ ছেলিনা,মোছাঃ শাহিনুর,মেম্বার অশোক কুমার রায়,মোঃ সফির উদ্দীন,আঃ মান্নান,আতাউর সহ আর ও অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে