দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নে রোববার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ভিজিএফের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন চেয়ারম্যান শাহজাহান আলী, চামরুল ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, ইউপি সচিব আবু হাসান রবিন, সদস্য আব্দুর রাজ্জাক টুলু, মোকলেছার রহমান বাবু, জিল্লুর রহমান, মোকছেদ আলী প্রমুখ।
আরো উপস্হিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব দুপচাঁচিয়া শাখার সভাপতি মোঃ আব্দুস ছালাম মীর, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন।
চামরুল ইউনিয়নের ২ হাজার ৪শ ৯৫ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা হারে মোট ১১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা আর্থিক সহায়তা সুষ্ঠ ভাবে বিতরন করা হয়।